নয়াদিল্লি: চরম সমস্যায় পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হস্তক্ষেপ প্রার্থনা করলেন গ্রেটার নয়ডার ‘পাকিস্তান ওয়ালি গলি’র বাসিন্দারা। স্রেফ পাকিস্তান শব্দটা তাঁদের এলাকার নামে থাকার ফলে সরকারি মৌলিক পরিষেবা, সুযোগসুবিধা তাঁরা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা। ১৯৪৭-এ দেশভাগের সময় পাকিস্তান থেকে তাঁদের পূর্বপুরুষরা সেখানে এসে বসতি গড়ে বসবাস শুরু করেন। সেই থেকে মহল্লার নাম ‘পাকিস্তান ওয়ালি গলি’। বাসিন্দাদের বক্তব্য, আমরা ভারতীয়। দীর্ঘকাল আগে আমাদের পূর্বজদের মাত্র চারজন এখানে এসেছিলেন। আমাদের আধার কার্ডে ‘পাকিস্তানওয়ালি গলি’ লেখা রয়েছে। আমরা এদেশেরই অংশ। তাহলে পাকিস্তানের নাম করে কেন আমাদের বিভাজনের শিকার করা হচ্ছে! পূর্বজরা পাকিস্তান থেকে এসেছেন, কিন্তু সেটা তাঁদের অপরাধ নয় বলে দাবি করছেন তাঁরা। তাঁরা নিজেদের জন্য কর্মসংস্থান, বাচ্চাদের জন্য খরচসাধ্য পড়াশোনার ব্যবস্থা চান।
ভূপেশ কুমার নামে জনৈক বাসিন্দা বলেছেন, আধার কার্ড থাকলেও কাজ মেলে না। বাচ্চাদের পয়সা ঢেলে পড়াশোনা করিয়ে মানুষ করছি, কিন্তু ওরাও বড় হয়ে কাজ পাবে না। খুবই সমস্যায় রয়েছি। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে বলছি, আমাদের কলোনির নাম বদলে দিন, কাজের ব্যবস্থা করুন। আরেক বাসিন্দা বলেছেন, লোকে এমন আচরণ করে আমাদের সঙ্গে যেন আমরা অন্য দেশের নাগরিক। এর কারণ একটাই, এই রাস্তার নাম পাকিস্তান ওয়ালি গলি। মোদিজি আমাদের সমস্যা শুনে কিছু একটা করবেন, এই ভরসা আছে।
ওই কলোনিতে ৬০-৭০টা ঘর আছে। সবাই চান, সরকার এলাকার নাম পরিবর্তন করুক যাতে কেউ তাঁদের অবহেলা, উপেক্ষা না করে, নিজভূমেই পরবাসী হয়ে থাকতে না হয়।
আধার কার্ড দেখিয়েও কাজ মেলে না, কলোনির নাম বদলাতে মোদিকে আর্জি গ্রেটার নয়ডার ‘পাকিস্তান ওয়ালি গলি’র বাসিন্দাদের
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jul 2019 02:00 PM (IST)
বাসিন্দাদের বক্তব্য, আমরা ভারতীয়। দীর্ঘকাল আগে আমাদের পূর্বজদের মাত্র চারজন এখানে এসেছিলেন। আমাদের আধার কার্ডে ‘পাকিস্তানওয়ালি গলি’ লেখা রয়েছে। আমরা এদেশেরই অংশ। তাহলে পাকিস্তানের নাম করে কেন আমাদের বিভাজনের শিকার করা হচ্ছে!
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -