গ্রেটার নয়ডায় মহিলাকে গণধর্ষণের পর চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলল দুষ্কৃতীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jun 2017 10:35 AM (IST)
গুরুগ্রাম: চলন্ত গাড়িতে ধর্ষণের পর এক মহিলাকে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দুষ্কৃতীরা গাড়ি থেকে ছুঁড়ে ফেলেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, হরিয়ানার গুরুগ্রামে ঘটেছে এই গণধর্ষণ, তারপর তাঁকে নিয়ে আসা হয় গ্রেটার নয়ডায়, এডব্লিউএইচও সোসাইটির কাছে তাঁকে ফেলে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় এক হাসপাতালে গুরুতর আহত ওই মহিলার চিকিৎসা চলছে। জানা গিয়েছে, গুরুগ্রামের সোহনা থেকে ওই তরুণীকে অপহরণ করে দুষ্কৃতীরা। দিল্লির রাস্তায় গতরাত চলন্ত গাড়িতে তাঁকে গণধর্ষণ করা হয়। আজ সকালে পুলিশ রাস্তার ধারে বেহুঁশ অবস্থায় এক মহিলার পরে থাকার খবর পায়। তারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মহিলা জানিয়েছেন, কাল রাত সাড়ে আটটা নাগাদ তিনি গুরুগ্রামের সোহনায় যান। তখন গাড়ির মধ্যে থাকা কয়েকজন তাঁকে ভেতরে টেনে নেয়। গাড়ির মধ্যে ৩ জন ছিল বলে তিনি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মহিলার বর্ণনামত ঘটনার তদন্ত শুরু করেছে তারা। যোগাযোগ করা হয়েছে গুরুগ্রাম পুলিশের সঙ্গে।