নয়াদিল্লি: কাশ্মীর উপত্যকায় ‘শান্তির সবুজ রেখা’ দেখা যাচ্ছে। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। জম্মু ও কাশ্মীরে খুব শীঘ্রই হিংসা ও অশান্তির অবসান ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

রাজনাথ বলেছেন, ‘বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে আলাপ আলোচনা ও বৈঠকের পর আমি বুঝতে পেরেছি যে, কাশ্মীরের পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে।সবকিছু ঠিক আছে, এমন দাবি আমি করব না। তবে উন্নতি ঘটেছে, এ কথা দৃঢ় বিশ্বাসের সঙ্গেই বলতে পারি..কাশ্মীর উপত্যকায় শান্তির সবুজ আভা দেখতে পাচ্ছি’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সহমর্মিতা, যোগাযোগ, সহাবস্থান, আস্থা বৃদ্ধি এবং ধারাবাহিকতা-এই পাঁচটি বিষয়ের ভিত্তিতে কাশ্মীর ইস্যুর সমাধান করতে হবে। উপত্যকায় স্থায়ী শান্তির লক্ষ্যে তিনি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনায় বসবেন কিনা, এই প্রশ্নের উত্তরে রাজনাথ বলেছেন, সরকার সংশ্লিষ্ট যে কোনও পক্ষের সঙ্গেই কথা বলতে চায়।

রাজনাথ বলেছেন, কাশ্মীর সমস্যার সমাধানে যাঁরাই সাহায্য করতে চান, তাঁদের সঙ্গে আলোচনায় আগ্রহী তিনি। এক্ষেত্রে আনুষ্ঠানিক বা অ-আনুষ্ঠানিক আমন্ত্রণের কোনও প্রশ্ন আসছে না। কেউ কথা বলতে চাইলে খোলা মনেই সরকার আলোচনায় বসতে রাজি।

রাজনাথ জম্মু ও কাশ্মীরের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন প্যাকেজে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্ত এলাকায় বসবাসকারী জম্মু ও কাশ্মীরের মানুষ দেশের বড় সম্পদ। যুদ্ধবিরতি লঙ্ঘণে মৃত ও জখমদের এককালীন সাহায্যের পরিমাণ বাড়ানোর কথাও ঘোষণা করেছেন তিনি। নওসেরায় একটি সভায় এ কথা বলেন রাজনাথ।

রাজনাথ বলেছেন, জম্মু ও কাশ্মীরের মানুষ, বিশেষ করে, যুবসমাজ কঠিন পরিশ্রমের মাধ্যমে তাঁদের ভবিষ্যত গড়তে চান এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে সাহায্য করবে।