শোপিয়ানে পুলিশকর্মীদের লক্ষ্য করে গ্রেনেড হামলা, জখম ১৬
Web Desk, ABP Ananda | 04 Jun 2018 03:01 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
শ্রীনগর: ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। আজ শোপিয়ানে একটি বাজারে মোতায়েন পুলিশকর্মীদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সরাসরি পুলিশকর্মীদের দিকে না গিয়ে রাস্তায় পড়ে গ্রেনেডটি ফেটে যায়। চার পুলিশকর্মী সহ ১২ জন জখম। জম্মু ও কাশ্মীর পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই হামলায় জখম ১২ জনের মধ্যে একটি বাচ্চা মেয়েও আছে। তার অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই অঞ্চল ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’