বেঙ্গালুরু: বৃহস্পতিবার ফ্রেঞ্চ গায়ানার কৌরু থেকে আরিয়ান স্পেসরকেটে ভর করে মহাকাশে উৎক্ষেপণ হবে দেশের সর্বাধুনিক যোগাযোগ উপগ্রহ ‘জিস্যাট-১৭’।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে বলা হয়েছে, বুধবার রাত আড়াইটে নাগাদ আরিয়ান-৫ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে জিস্যাট-১৭। জানা গিয়েছে, উপগ্রহটির মোট ওজন প্রায় ৩,৪৭৭ কেজি। বিভিন্ন ধরনের যোগাযোগের জন্য তাতে সি-ব্যান্ড, এক্সটেন্ডেড সি-ব্যান্ড ও এস-ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে।

পাশাপাশি, আবহাওয়া সংক্রান্ত তথ্য পাঠানো এবং উপগ্রহ-নির্ভর খোঁজখবর ও উদ্ধারকার্য চালানোর প্রয়োজনীয় জিনিসও রয়েছে এই উপগ্রহে। এই কাজ আগে ইনস্যাট উপগ্রহর মাধ্যমে করা হতো।