শ্রীহরিকোটা: ইসরোর মুকুটে নয়া পালক। বৃহস্পতিবার, সফলভাবে জিএসএলভি-এফ০৮ রকেটের মাধ্যমে স্বদেশীয় প্রযুক্তিতে তৈরি জিস্যাট-৬এ যোগাযোগ উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হল।
এদিন, বিকেল ৪টে ৫৬ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে জিএসএলভি-এফ০৮ রকেটটি উৎক্ষেপিত হয়। প্রায় ১৭ মিনিট পর, নির্দিষ্ট কক্ষপথে অত্যন্ত সাফল্যের সঙ্গেই জিস্যাট-৬এ উপগ্রহকে প্রতিস্থাপন করা হয়।
এই নিয়ে মোট ১২ বার উৎক্ষেপণ করা হল ৪৯ মিটার দৈর্ঘ্য ৪১৫ টন ওজনের জিএসএলভি-এফ০৮ রকেট। এর মধ্যে স্বদেশীয় ক্রায়োজেনিক আপার স্টেজ ইঞ্জিন নিয়ে এটি ষষ্ঠ উৎক্ষেপণ। এই উপগ্রহের মাধ্যমে মোবাইল যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি হবে বলে দাবি ইসরোর।
ইসরোর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, স্বদেশীয় ক্রায়োজেনিক ইঞ্জিন সহ জিএসএলভি-এফ০৮ এর সফল উৎক্ষেপণে ইসরো সহ সকল সত্ত্বাধিকারীদের অভিনন্দন।
https://twitter.com/narendramodi/status/979335199854080005
অভিনন্দন জানিয়েছেন ইসরো প্রধান কে শিবণ, বিক্রম সারাভাই স্পেস সেন্টারের প্রধান এস সোমনাথ এবং শ্রীহরিকোটার অধিকর্তা পি উন্নিকৃষ্ণণ।