নয়াদিল্লি: ঘুষ নেওয়ার অভিযোগে কানপুর থেকে গ্রেফতার জিএসটি কমিশনার ও আরও আটজন। সিবিআই সূত্রের খবর, জিএসটি ও সেন্ট্রাল এক্সাইজ কমিশনার পদে নিযুক্ত ১৯৮৬-র ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস) অফিসার সংসার চাঁদ, জিএসটি দপ্তরের দুই সুপারইন্টেন্ডেন্ট, তাঁর অধীনস্থ এক কর্মী ও ৫ জন অ-সরকারি ব্যক্তিকে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে পাকড়াও করা হয়। কানপুর থেকে দিল্লি পর্যন্ত চলে তল্লাশি।

ওই জিএসটি কমিশনারের আইনবহির্ভূত কাজকর্মে অভ্যস্ত হয়ে পড়েছিলেন বলে অভিযোগ। সিবিআই সূত্রটি জানিয়েছে, নিয়মিত তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছে থেকে মাসোহারা, হপ্তা পেতেন। গতকাল রাতে এমনই এক তোলা সংগ্রহের সময় দেড় লক্ষ টাকা নিতে গিয়ে গ্রেফতার হন তিনি। যে লোকটি তোলা দিচ্ছিল, তাকেও ধরা হয়েছে। সূত্রের খবর, এফআইআরে ওই কমিশনারের স্ত্রীর নামও রয়েছে, যদিও তিনি এখনও অধরা। বাকিরাও একই ভাবে ঘুষ আদায় করতেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কাছ থেকে জিএসটি দপ্তরের তরফে ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে তোলা নিতেন তাঁরা। হাওয়ালা চ্যানেলে তোলা দেওয়া নেওয়া হত। সূত্রের বক্তব্য, মনে করা হচ্ছে, সরকারের নতুন কর ব্যবস্থা জিএসটি রূপায়ণে প্রভাব পড়তে পারে এমন ঘটনায়। সিবিআই ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি) ও অন্যান্য আইনের নানা ধারায় ওঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।