নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর (জিএসটি) রিটার্ন ফাইল ব্যবস্থা সরল করা হচ্ছে। এই ব্যবস্থা চালু হওয়ার পর থেকে মাসে একবার করে জমা দেওয়া যাবে জিএসটি। এছাড়া গ্রাহকরা যে কোনও পণ্য ও পরিষেবা নেওয়ার ক্ষেত্রে ডিজিটাল লেনদেন করলে ১০০ টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাবেন বলেও জানা গিয়েছে। আজ জিএসটি কাউন্সিলের ২৭-তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কয়েকটি রাজ্যের আপত্তিতে চিনির উপর সেস বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া সব করদাতাকে মাসে একবার করে জিএসটি জমা দিতে হবে। কম্পোজিশন ডিলার ও যে ডিলারদের কোনও লেনদেন নেই, তাঁদের তিনমাসে একবার করে জিএসটি দিতে হবে। অর্থসচিব হাসমুখ আধিয়া জানিয়েছেন, ৬ মাসের মধ্যেই জিএসটি রিটার্ন ফাইলের নতুন ব্যবস্থা চালু হবে। জিএসটি নেটওয়ার্ক এখন থেকে একটি সরকার-অধিগৃহীত সংস্থা হবে।