নয়াদিল্লি: ১ জুলাই থেকে চালু হচ্ছে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। এর ফলে ট্রেনের প্রথম শ্রেণি ও শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ভাড়া বাড়তে চলেছে। বর্তমানে ট্রেনের টিকিটের উপর পরিষেবা কর নেওয়া হয় ৪.৫ শতাংশ হারে। জিএসটি চালু হওয়ার ফলে এই কর বেড়ে হবে ৫ শতাংশ। ফলে বর্তমানে যদি টিকিটের দাম হয় ২,০০০ টাকা, তাহলে আগামী মাস থেকে এই দাম বেড়ে হবে ২,০১০ টাকা।

রেল মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, প্রথম শ্রেণি ও শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ছাড়া আর কোনও কামরার ভাড়া বাড়ছে না। রেলের উপর জিএসটি-র প্রভাব খতিয়ে দেখার জন্য একজন পরামর্শদাতা নিয়োগ করা হয়েছে। জিএসটি সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য প্রতিটি জোনের জেনারেল ম্যানেজারকে প্রিন্সিপ্যাল অফিসার হিসেবে মনোনীত করা হয়েছে।