অর্থনীতির জন্যে জিএসটি ভাল, নোট বাতিলের সিদ্ধান্ত নয়, সমালোচনায় কৌশিক বসু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Nov 2016 12:22 PM (IST)
নয়াদিল্লি: অর্থনীতির জন্যে জিএসটি ভাল। নোট বাতিলের সিদ্ধান্ত নয়। এবার সমালোচনায় সরব কেন্দ্রের প্রাক্তন মুখ্য উপদেষ্টা। বাড়বে আর্থিক জটিলতা, হতে পারে ক্ষতি, মত কৌশিক বসুর। বিশ্ব ব্যাঙ্কের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসু টুইট করে মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর মত, অর্থনীতিতে নোট বাতিলের প্রভাব সুদূরপ্রসারী। এমনকি নোট বাতিলের প্রভাব মারাত্মক ভাবে পড়বে দেশের বাজারে সোনা ও রুপোর দামে। তিনি মনে করেন অর্থনীতির জন্যে ভাল জিএসটি। বর্তমানে কৌশিক বসু কর্নেল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক। মঙ্গলবার রাত্রিবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, সমস্ত পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট সেদিনই মধ্য রাত থেকে বাতিল হয়ে যাবে। তারপর বৃহস্পতিবার থেকে ব্যাঙ্কে গিয়ে পুরনো সেই নোট বদল শুরু হয়। মূলত, দেশে কালো টাকা, দুর্নীতি, জাল নোট রুখতেই এই পদক্ষেপ নেন মোদী সরকার।