নয়াদিল্লি: আগামীকাল মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানে দেশজুড়ে চালু হতে চলেছে পণ্য-পরিষেবা কর (জিএসটি)। কিন্তু জিএসটি-র জন্মক্ষণের ওই অনুষ্ঠানে থাকছে না প্রধান বিরোধী দল কংগ্রেস। এর আগে তৃণমূল কংগ্রেস অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে।
অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি উপস্থিতি থাকলেও দেশের বৃহত্তম কর সংস্কারের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে এ বিষয়ে ঘোরতর আপত্তি তোলে কংগ্রেস। কংগ্রেস বলে, মঞ্চে যেখানে রাষ্ট্রপতি থাকবেন সেখানে প্রধানমন্ত্রী জিএসটি-র সূচনা করবেন কীভাবে? এতে তো রাষ্ট্রপতির পদমর্যাদাই খাটো করা হয়।
জিএসটি-র সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে প্রথম থেকেই কংগ্রেসের মধ্যে দোলাচল ছিল। কারণ, কংগ্রেসের একাংশের বক্তব্য, মোদী চাইছেন মধ্যরাতের অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজেকে নেহরুর সমপর্যায়ে নিয়ে যেতে! তাই পুরো অনুষ্ঠানটাই মোদী-ময় করার চেষ্টা হচ্ছে। কংগ্রেসের বক্তব্য, আদতে জিএসটি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মস্তিষ্কপ্রসূত।
কংগ্রেসের কেউ কেউ এমনটাও মনে করিয়ে দিচ্ছেন, ২০১১ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যখন জিএসটি কার্যকরের জন্য সংবিধান সংশোধনী আনতে চেয়েছিল, তখন তার তীব্র বিরোধিতা করেছিল গুজরাত সরকার। সেসময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন এই নরেন্দ্র মোদী।
অনুষ্ঠান বয়কট করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত বসার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। এদিন জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস নেতা সত্যব্রত চতুর্বেদী অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছেন।
জিএসটি-র সূচনায় কাল সংসদের সেন্ট্রাল হলের মধ্যরাতের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত কংগ্রেসের
ABP Ananda, web desk
Updated at:
29 Jun 2017 02:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -