তিরুঅনন্তপুরম: অভিনব পদ্ধতিতে পণ্য ও পরিষেবা করে (জিএসটি) স্যানিটারি ন্যাপকিনের উপর ১২ শতাংশ কর চাপানোর প্রতিবাদ জানাল ভারতের ছাত্র ফেডারেশনের (এসএফআই) কেরল শাখা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে স্যানিটারি প্যাড পাঠিয়েছে এসএফআই। ওই প্যাডের উপর লিখে দেওয়া হয়েছে, ‘ব্লিড উইদাউট ফিয়ার, ব্লিড উইদাউট ট্যাক্স।’
এর আগে স্যানিটারি ন্যাপকিনের উপর করের পরিমাণ ছিল ১৩.৭ শতাংশ। সেটা সামান্য কমেছে। তবে এসএফআই-এর দাবি, কর আরও কমানো উচিত ছিল। এই করের প্রতিবাদে কেরলের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখানো হয়েছে। এই বিক্ষোভের সূচনা করেন এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য খাদিজাথ সুহালিয়া।
জিএসটি-তে কর চাপানোর প্রতিবাদ, জেটলিকে স্যানিটারি প্যাড পাঠাল এসএফআই
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jul 2017 08:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -