নয়াদিল্লি: হায়দরাবাদে ২১-তম বৈঠকে ৪০টি পণ্যের উপর থেকে করের বোঝা কমানো হল। ফলে সেগুলির দাম কমছে। এই পণ্যগুলির মধ্যে রয়েছে ইডলি-ধোসা তৈরির উপকরণ, রেনকোট, ঝাঁটা, কর্ডুরয় পোশাক। ২০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর, লেপ, রাবার ব্যান্ড ও রান্নাঘরে ব্যবহৃত গ্যাস লাইটারের উপর থেকেও লেভি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন কোন পণ্যের দাম কমানো হয়েছে, কেন্দ্রীয় রাজস্ব ও শুল্ক বোর্ডের ওয়েবসাইটে সেই তালিকা দেওয়া হয়েছে। খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের দোকান থেকে বিক্রি হওয়া খাদি পোশাককে জিএসটি-র আওতার বাইরে রাখা হয়েছে। শাড়ির ফলস পাড়, ধুপ, আখরোট, তেঁতুলের মতো পণ্যগুলির উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে সেগুলিরও দাম কমেছে। প্লাস্টিকের রেনকোট এবং রাবার ব্যান্ডের উপর শুরুতে ২৮ শতাংশ কর ধার্য করা হয়েছিল। সেই কর কমিয়ে যথাক্রমে ১৮ ও ১২ শতাংশ করা হয়েছে। ইডলি-ধোসা তৈরির উপকরণের উপর কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। ঝাঁটা ও ব্রাশে লেভি পুরোপুরি মকুব করা হয়েছে।
১,০০০ টাকা পর্যন্ত দামের লেপের ক্ষেত্রে কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রান্নাঘর, টেবল এবং শৌচাগারে ব্যবহৃত চিনামাটি বা পোর্সেলিনের তৈরি সামগ্রীর ক্ষেত্রে কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। একই ধরনের অন্য ধাতুর তৈরি সামগ্রীর ক্ষেত্রে কর ১৮ শতাংশ করা হয়েছে। বেস মেটালের তৈরি বিভিন্ন সামগ্রীর ক্ষেত্রেও কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।
জিএসটি-তে দাম কমল লেপ-কম্বল, ইডলি-ধোসা, রেনকোট, ঝাঁটার
Web Desk, ABP Ananda
Updated at:
10 Sep 2017 05:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -