নয়াদিল্লি:  আগামী ৩০ জুনের মধ্যরাত থেকেই কার্যকর হবে বহু আলোচিত পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। জিএসটি রূপায়ণ ও বাজারে এর প্রভাব নিয়ে জোর আলোচনা চলছে।এরইমধ্যে জিএসটি চালুর দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ ব্যাপারে জেটলি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এদিন সাংবাদিক বৈঠকে জেটলি বসেছেন, ৩০ জুন-১ জুলাই মধ্যরাত থেকেই কার্যকর হবে জিএসটি। তিনি জানিয়েছেন, দেশজুড়ে এই অভিন্ন কর রূপায়ণের সূচনা অনুষ্ঠান হবে সংসদের সেন্ট্রাল হলে। ওই অনুষ্ঠানে সংসদ সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। জিএসটির সূচনা অনুষ্ঠানের মঞ্চে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন,  দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও এইচডি দেবগৌড়া উপস্থিত থাকবেন। জিএসটি-র বিভিন্ন ইতিবাচক দিকের কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী দাবি করেন, এর ফলে মুদ্রাস্ফীতির হার ও জিনিসপত্রের দাম কমবে। এরফলে করফাঁকির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা যাবে এবং যারা কর ফাঁকি দিচ্ছে তাদের হদিশ পাওয়া যাবে।