পানাজি: গতকাল রাতে সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অধিবেশনের মাধ্যমে কার্যকর হওয়া জিএসটি-র ফলে ১৭টিরও বেশি বিভিন্ন আইন উঠে গিয়েছে, চালু হয়েছে একটিই কর, যার ফলে সুবিধা হবে ব্যবসায়ী, দোকানদার, ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের। বললেন অমিত শাহ।
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের হাত দিয়ে চালু হওয়া নতুন কর ব্যবস্থায় দেশের আর্থিক সমৃদ্ধি গতি পাবে, ইনস্পেক্টর রাজ খতম হবে বলেও অভিমত জানিয়েছেন তিনি। বলেছেন, মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষুদ্র ব্যবসায়ী, শিল্পোদ্যোগীদের ইনস্পেক্টর রাজ থেকে রেহাই দিয়েছে।
দুদিনের গোয়া সফরে আসা বিজেপি সভাপতি অবশ্য এও বলেছেন, গোড়ায় জিএসটি রূপায়ণে কিছু কঠিন সমস্যা হতে পারে, তবে সেগুলির সমাধান করে ফেলা যাবে। এই কর সংস্কারের ফলে দেশের আর্থিক বৃদ্ধি জোরদার হবে, দেশ বিশ্ব স্তরে নেতা হয়ে উঠবে। এতে একাধিক কর সংক্রান্ত আইনের অবসান হবে।
অমিত শাহ জিএসটি চালু করায় প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। বিজেপি সভাপতির বক্তব্য, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এক দেশ, এক কর, এই স্বপ্ন ছুঁতে পারলাম। মোদীজী দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিটি ক্ষেত্রে নতুন কিছু আনছেন। কিন্তু আমি সবাইকে বলতে চাই, গতকাল রাতে স্বাধীনতার পর দেশে কর সংস্কারের লক্ষ্যে সবচেয়ে বড় পদক্ষেপটি নেওয়া হল।
জিএসটি: 'ইনসপেক্টর রাজ' খতম হবে, গতি বাড়বে ভারতের আর্থিক বৃদ্ধির, দাবি অমিত শাহের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2017 07:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -