নয়াদিল্লি: জিএসটি চালু হলে ছোট ব্যবসা ভালরকম ক্ষতিগ্রস্ত হবে, আরও বাড়বে দেশে চিনা জিনিসের রমরমা। এমনই আশঙ্কা প্রকাশ করল আরএসএসের অর্থনৈতিক শাখা স্বদেশী জাগরণ মঞ্চ।

তাদের মন্তব্য, জিএসটি চালু হওয়ার তারিখ যত এগিয়ে আসছে, তত ছোট ব্যবসায়ীদের বুকের ধুকপুকানি বাড়ছে। ছোট ব্যবসার দেড় কোটি টাকা পর্যন্ত উৎপাদনের ওপর করছাড় দেওয়া হয়েছে এতদিন। কিন্তু জিএসটি শুরু হয়ে গেলে ২০ লাখ বা তার বেশি মূল্যের যে কোনও ব্যবসা জিএসটিতে রেজিস্টার করাতে হবে।

স্বদেশি জাগরণ মঞ্চের আশঙ্কা, কর চালু হওয়ায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে বহু ক্ষুদ্র ও কুটিরশিল্প, যেগুলিতে অনেক শ্রমিক কাজ করেন। ফলে গ্রামের দিকে বহু মানুষ কর্মহীন হয়ে পড়বেন, ঘরোয়া বাজারে চিনা জিনিসের রমরমা এক লাফে আকাশ ছুঁয়ে ফেলবে।

কেন্দ্র আশাপ্রকাশ করেছে, জিএসটি চালু হলে আর্থিক বৃদ্ধি এক ধাক্কায় ২ শতাংশ বেড়ে যাবে। এতে করের চারটি ধাপ রয়েছে- ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ।

৩০ তারিখ মাঝ রাতে চালু হবে জিএসটি।