শ্রীনগর: কিউবার গুয়ানতানামো দ্বীপের কারাগারের ধাঁচে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের জন্য পৃথক জেল হচ্ছে জম্মু ও কাশ্মীরে। এ ব্যাপারে কেন্দ্রের প্রস্তাবে সম্মতি দিয়েছে মেহবুবা মুফতি সরকার।


জেলে সন্ত্রাসবাদ মামলায় দোষী সাব্যস্ত অপরাধীরা ছুটকো আসামীদের মগজ ধোলাই করে নাশকতামূলক, হিংসাত্মক কাজকর্মে টেনে আনছে বলে নানা সূত্রে খবর পেয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রের মোদী সরকার। তারা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে প্রস্তাব দেয়, শ্রীনগরে গুয়ানতানামোর কারাগারের মতো নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘেরা একটি আলাদা জেল বানানো হোক যেখানে রাখা হবে শুধুমাত্র পাকিস্তান থেকে এ দেশে ঢুকে হামলা চালানোয় দোষী সাব্যস্ত সন্ত্রাসবাদী ও জঙ্গি মামলায় বিচারাধীন অভিযুক্তদের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্রকে উদ্ধৃত করে মিডিয়ার খবর, মেহবুবা সরকার সম্মত হয়েছে। আলাদা কারাগার তৈরির জন্য ৭ কোটি টাকা চেয়েছে কেন্দ্রের কাছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক অফিসারকে উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে এও বলা হয়েছে, নিরাপত্তা এজেন্সিগুলি এমন বেশ কিছু ঘটনার কথা জেনেছে যেখানে জেলের ভিতরে মগজ ধোলাই হয়ে সন্ত্রাসবাদে দীক্ষা নিয়ে জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে সাধারণ অপরাধীরা।

প্রসঙ্গত, ২০১৫ সালে দেশের সব রাজ্যকেই জেলের ভিতরে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি বিপজ্জনক বন্দিদের ওপর কড়া নজরদারি ব্যবস্থা চালু করতে বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এমন সময়ে দাগী জঙ্গিদের জন্য কাশ্মীরে গুয়ানতানামো কারাগারের মতো  জেল তৈরি হওয়ার খবর পাওয়া গেল যখন কয়েকদিন আগেই বদগামের এক আদালত বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমকে কেন ‘বিচার-বর্হিভূত কায়দায় জেলে পুরে রাখা’ হয়েছে বলে প্রশ্ন তুলে তীব্র সমালোচনা করেছে জম্মু ও কাশ্মীর পুলিশের। এমনকী ভারতে গুয়ানতানামো বে , আবু ঘ্রাইবের মতো পরিস্থিতি   মেনে নেওয়া   যায় না বলেও মন্তব্য করে আদালত।