নয়াদিল্লি: দিল্লিতে এটিএমের ক্যাশ ভ্যান লুঠের চেষ্টা বানচাল নিরাপত্তারক্ষীর। লুঠে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম ওই নিরাপত্তারক্ষী। আহত রক্ষীর নাম দিলীপ তিওয়ারি। মাজরি দাবাস মেন রোডের উপর একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএমে ডিউটি করছিলেন তিনি। একটি ক্যাশ ভ্যান এটিএমে টাকা নিয়ে আসে। আচমকাই দুই দুষ্কৃতী বাইকে করে এসে ভ্যান লুঠের চেষ্টা করেন। বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষীকে গুলি করে পালায় তাঁরা। গুলিবিদ্ধ নিরাপত্তা রক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।