পানাজি: সুগন্ধি বিশেষজ্ঞ মণিকা ঘুরডের হত্যা রহস্যের কিনারা করল গোয়া পুলিশ। গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃত রাজকুমার সিংহ মণিকার আবাসনের প্রাক্তন নিরাপত্তারক্ষী। প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান।

পুলিশের দাবি, জেরায় রাজকুমার(২১) জানিয়েছে, ঘটনার দিন জোর করে ফ্ল্যাটে ঢোকে সে। এরপর ছুরি দেখিয়ে টাকা চায় মণিকার কাছে। পার্সে মেলে ৪ হাজার টাকা। এরপর মণিকার এটিএম কার্ড হাতিয়ে পাস ওয়ার্ড ও পিন নম্বর জেনে নেয় রাজকুমার। শেষে মণিকাকে ধর্ষণ করে খুন করে ওই যুবক। জেরায় রাজকুমার কবুল করেছে, তাকে চাকরি থেকে ছাঁটাই করেছিলেন মণিকা। তাই প্রতিশোধ নিতেই ধর্ষণ করে খুন করেছে সে। মণিকার এটিএম কার্ড দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়েই শেষমেষ পাকড়াও হয় অভিযুক্ত যুবক।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর গোয়ার সাংগোলদা গ্রামে যে বাড়িতে মণিকা ভাড়া থাকতেন সেখানেই তাঁর নগ্ন দেহ উদ্ধার হয়। হাত-পা বিছানার সঙ্গে বাঁধা ছিল। জানা গিয়েছে, মুখে বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করে অভিযুক্ত।