আমদাবাদ: নোট বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাশলেস লেনদেনে সড়গড় হতে দেশের মানুষের কাছে আর্জি জানিয়েছেন। এই অবস্থায় ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে আম্বাজি মন্দিরের 'ডিজিটাল অনুদান' ব্যবস্থার উদ্বোধন করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। স্ত্রীর ডেবিট কার্ড থেকে মন্দিরে ৩১ হাজার টাকা দানও করলেন মুখ্যমন্ত্রী।

এদিন স্ত্রী অঞ্জলীবেনকে সঙ্গে নিয়ে এদিন বনসকান্থা জেলার বিখ্যাত আম্বাজি মন্দিরে গিয়ে আরতি করেন মুখ্যমন্ত্রী।

মন্দিরে ডিডিট্যাল অনুদান ব্যবস্থা গ্রহণ করেছে আম্বাজি দেবস্থান ট্রাস্ট। এদিন মুখ্যমন্ত্রী ওই ব্যবস্থার উদ্বোধন করেন। এই ব্যবস্থায় ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা দান করা যাবে। মন্দিরের নতুন সোয়াইপ মেশিনে স্ত্রীর ক্রেডিট কার্দের মাধ্যমে প্রথম দানটিও করলেন রুপানি।

পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের ক্যাশলেস লেনদেনের সঙ্গে সড়গড় হতে পারলে সাধারণ মানুষদের কোনও সমস্যার মুখে পড়তে হবে না।