আমদাবাদ: গুজরাতে বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই সময় প্রতিবেশী বিজেপি-শাসিত রাজ্যগুলো থেকে বিশাল পরিমাণ মদ আমদানি করতে পারে বিজেপি, আশঙ্কা প্রকাশ কংগ্রেসের। এই আশঙ্কা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ গুজরাত কংগ্রেস। গুজরাত কংগ্রেস নিজেদের আর্জিতে জানিয়েছেন, গুজরাত-সীমান্তে এখনই নজরদারি বসানোর প্রয়োজন। একটি চিঠিতে নির্বাচন কমিশনের প্রধান এ.কে জ্যোতিকে গুজরাত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভরতসিন সোলাঙ্কি আর্জি জানিয়েছেন, গুজরাত সীমান্ত যেন পুরোপুরি বন্ধ করে দেয় কমিশন।
এমনকি কংগ্রেস সভাপতি দাবি করেছেন, গোপন সূত্রে তাঁদের কাছে খবর এসেছে, বিজেপি মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো একাধিক রাজ্য থেকে মদ আমদানির পরিকল্পনা করছে। এদিকে গুজরাতে অ্যালকোহল প্রস্তুত, বিক্রি, স্টোর করা এবং মদ্যপান করার ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। অথচ নির্বাচনের আগে এভাবে মদ আমদানি, রাজ্যের আইন-শৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। শুধু সাধারণ নাগরিকের শারীরিক ক্ষতি নয়, মদ্যপান করিয়ে বহু অনৈতিক কাজকর্মও সম্ভব বলে আশঙ্কা প্রকাশ কংগ্রেসের। আপাতত পুরো বিষয়টি কমিশনের নজরে এনে বিচারের আশা করছে কংগ্রেস।
গুজরাত সীমান্ত যদি একবার কড়া নজরদারির আওতায় চলে আসে, তাহলে মদকে ব্যবহার করে কোনও রকমে অনৈতিক কাজ সম্ভব নয়, মতপ্রকাশ রাজ্য কংগ্রেসের। গণতান্ত্রিক অধিকার স্থাপনে এবং মানুষের অধিকার রক্ষায় যদি কমিশন কোনও পদক্ষেপ নেয়, তাহলে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে বলে দাবি গুজরাত কংগ্রেসের।
গুজরাতে ভোটে্র আগে অন্য রাজ্য থেকে মদ নিয়ে আসবে বিজেপি, কমিশনে আশঙ্কা কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Nov 2017 02:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -