আর্চবিশপের ব্যবহার করা শব্দ নিয়েও বিতর্কের ভালরকম অবকাশ রয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, জাতীয়তাবাদী শক্তিকে হারাতে হবে। গোটা দেশের সব গির্জাকে লেখা এই চিঠিতে তিনি বলেছেন, তাঁরা যেন জাতীয়তাবাদী শক্তির পরাজয়ের জন্য যীশুর কাছে প্রার্থনা করেন।
চিঠিটি লেখা হয়েছে ২১ তারিখ। তাতে বলা হয়েছে, খ্রিষ্টানরা জানেন, দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা আজ বিপন্ন। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। এমন একদিনও যাচ্ছে না, যেদিন গির্জা, গির্জার সঙ্গে যুক্ত ব্যক্তি, খ্রিষ্টান সম্প্রদায় বা তাঁদের প্রতিষ্ঠানের ওপর আঘাত হয়নি।
যদিও ঠিক কোথায় কোথায় গির্জার ওপর প্রতিদিন হামলা চলেছে তার কোনও ব্যাখ্যা নেই। চিঠিতে আরও দাবি করা হয়েছে, যে সংখ্যালঘু, দলিত, ওবিসি ও অন্যান্যরা এ দেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
[embed]https://twitter.com/MakrandParanspe/status/933585650774712321?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Findiatoday.intoday.in%2Fstory%2Fgujarat-assembly-election-2017-church-bishop-christians%2F1%2F1095718.html[/embed]
আর্চবিশপ লিখেছেন, জাতীয়তাবাদী শক্তি গোটা দেশ দখল করতে চলেছে। গুজরাত বিধানসভা ভোটের ফল এই পরিস্থিতিতে বদল আনতে পারে। তাই এমন দলকে খ্রিষ্টানরা ভোট দিন যারা সংবিধানকে মান্যতা দেবে, কোনওরকম বৈষম্য না করে সম্মান দেবে প্রতিটি মানুষকে।
যদিও পরিষ্কার, গুজরাতের খ্রিষ্টানরা আর্চবিশপের এই অযাচিত উপদেশ লেখা ভাল চোখে দেখছেন না।
[embed]https://twitter.com/PrinceArihan/status/933663334951505920?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Findiatoday.intoday.in%2Fstory%2Fgujarat-assembly-election-2017-church-bishop-christians%2F1%2F1095718.html[/embed]
বিজেপি বুঝিয়ে দিয়েছে, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আর্চবিশপের লেখা এই চিঠি গুজরাত ভোটে ইস্যু করবে তারা।