বয়স ১২৬! গুজরাতের বিধানসভা নির্বাচনে ভোট দেবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা
Web Desk, ABP Ananda | 18 Nov 2017 10:32 PM (IST)
গাঁধীনগর: গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই আলোচনায় এক অখ্যাত মহিলা। অবশ্য অখ্যাত হলেও, তিনি মোটেই ফেলনা নন। কারণ, এই মুহূর্তে তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা ভোটার। অজিবেন সিদাবাই চন্দ্রবাদিয়া নামে এই মহিলা বয়স ১২৬ বছর। এত বয়স হলেও, তিনি এখনও বেশ সুস্থ। এবারও ভোট দিতে যাবেন অজিবেন। বিশ্বের বয়স্কাতম ভোটারের পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি কোনওদিন হাসপাতালমুখো হননি। তাঁর শারীরিক কোনও সমস্যাই নেই। তাঁদের পরিবারে মোট সদস্য সংখ্যা ৬৫। রাজকোট জেলার বাসিন্দা অজিবেন গত বিধানসভা নির্বাচনেও ভোট দিতে গিয়েছিলেন। পরিবারের সবাই তাঁকে নিয়ে সবসময় মেতে থাকেন। এবারও সবাই মিলে ভোট দিতে যাবেন বলে জানিয়েছেন।