নয়াদিল্লি: গুজরাতে ভোটের দিন যত এগিয়ে আসছে যুযুধান পক্ষগুলির প্রচার আরও জোরদার হচ্ছে। আজ রাজ্যে হাইভোল্টেজ প্রচারে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে। দুই প্রতিদ্বন্দ্বী শিবিরের প্রধান সেনাপতিদের রাজ্যে একাধিক জনসভায় ভাষণ দিতে দেখা যাবে।
এদিনের প্রচারে আগে রাহুল গাঁধী ফের মোদীকে নিশানা করেছেন ট্যুইটারে।  ছড়া কেটে তাঁর ট্যুইট, ‘বাইশ বছরের হিসাব/গুজরাত চায় জবাব’।
এরপরই তিনি লিখেছেন, ‘ ২০১২ সালে নরেন্দ্র মোদি ৫০ লক্ষ নতুন বাড়ির তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৫ বছরে হয়েছে মাত্র ৪ লক্ষ ৭২ হাজার বাড়ি। বাকি বাড়ি তৈরি করতে কি তাহলে আরও ৪৫ বছর লাগবে?’





ভোটের প্রচারের এই পর্বে দুদিনের সফরে আজ ফের গুজরাত যাচ্ছেন রাহুল । বেলা সাড়ে বারোটায় দিউ পৌঁছবেন তিনি। দুপুর একটা নাগাদ যাবেন সোমনাথ মন্দিরে। সেখান থেকে দুপুর তিনটেয় পৌঁছবেন জুনাগড়ে। এরপর বিকেল সাড়ে চারটে ও সন্ধে ৭টায় আমরেলিতে দুটি জনসভা করবেন রাহুল গাঁধী।
আন্যদিকে, আজ চার জায়গায় সভা করবেন নরেন্দ্র মোদী। সকাল ৯টায় দক্ষিণ গুজরাতের মোরবিতে জনসভা করবেন তিনি। এরপর সকাল এগারোটায় প্রাচী, দুপুর দেড়টায় ভাবনগরের পালিতানা ও দুপুর সাড়ে তিনটেয় নওসারিতে জনসভা করবেন নরেন্দ্র মোদি। ৯ ও ১৪ ডিসেম্বর গুজরাতে দু দফায় বিধানসভা নির্বাচন হবে। ১৮ ডিসেম্বর ফল ঘোষণা।