ভডোদরা: বস্তি উচ্ছেদের প্রতিবাদে গুজরাতের একটি পুরসভার বিজেপি কর্পোরেটরকে গাছে বেঁধে বেধড়ক মারধর স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ভডোদরা পুরসভার ওই বিজেপি কর্পোরেটরকে উদ্ধার করে। সেখান থেকে নিয়ে এসে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
গত মে মাসে পুরসভার অন্তর্গত একটি বস্তি উচ্ছেদ করেছিল প্রশাসন। সেই উচ্ছেদ ঠেকাতে ব্যর্থ হওয়ায় বস্তিবাসীরা পুরসভার ৫ নং ওয়ার্ড (বাপোড়)-এর বিজেপি কর্পোরেটর হাসমুখ পটেলকে মারধর করেন বলে জানা গেছে।
যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে ওই কর্পোরেটরকে বস্তি উচ্ছেদের ব্যাপারে তাঁর কোনও ভূমিকার কথা অস্বীকার করতে শোনা যাচ্ছে। তিনি উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করে বলেন যে, ওই জমি রাজ্য সরকারের। তাঁর বস্তি উচ্ছেদের নির্দেশ দেওয়ার কোনও এক্তিয়ারই নেই। পুরসভার কমিশনারের বস্তি উচ্ছেদের সিদ্ধান্ত সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না।
শহরের পুলিশ কমিশনার মনোজ শশীধর জানিয়েছেন, এই ঘটনায় ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
শশীধর জানিয়েছেন, নিজের ওয়ার্ডে পটেল যখন ঘুরছিলেন তখন জনা বিশের স্থানীয় বাসিন্দা তাঁকে ঘিরে কয়েক মাস আগের বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর ওই কর্পোরেটরকে নিয়ে গিয়ে কাছের একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।
কমিশনার জানিয়েছেন, ওই হামলা পূর্বপরিকল্পিত ছিল না।
গুজরাতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিজেপি নেতাকে গাছে বেঁধে মারধর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Oct 2017 07:25 PM (IST)
ছবি ইউটিউব থেকে নেওয়া
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -