আমদাবাদ: গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ফের একটি মন্দিরে গেলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। আজ খেড়া জেলার ডাকোরের শ্রী রঞ্ছোড়জি মন্দিরে পুজো দেন তিনি। তবে মন্দির থেকে বেরনোর সময় বিজেপি সমর্থকরা রাহুলের সামনেই মোদী-মোদী স্লোগান দেন।
গুজরাতে এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে একের পর এক মন্দিরে যাচ্ছেন রাহুল। তিনি গত দু'মাসে অন্তত ২৫টি মন্দিরে গিয়েছেন বলে খবর। বিজেপি-র পাল থেকে হিন্দুত্বের হাওয়া কাড়তেই রাহুলের মন্দির সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস সহ-সভাপতির ঘনঘন মন্দিরে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর তর্ক-আলোচনা চলছে। তবে রাহুল তাতে দমছেন না।
এতদিন রাহুলের মন্দিরে যাওয়া নিয়ে কটাক্ষ করলেও, মন্দিরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো বা স্লোগান দেওয়ার পথে হাঁটেনি বিজেপি। তবে আজ সেটাই ঘটল। রাহুল মন্দিরে যাওয়ার পরেই সেখানে জড়ো হন বিজেপি সমর্থকরা। রাহুল পুজো দিয়ে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তোলা হয় মোদী-মোদী স্লোগান। আজই অবশ্য রাহুল আরও একটি মন্দিরে পুজো দিতে যাবেন বলে জানা গিয়েছে।
ফের গুজরাতের মন্দিরে রাহুল, মোদী-মোদী স্লোগান বিজেপি সমর্থকদের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Dec 2017 04:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -