গুজরাতে আত্মহত্যা ব্যাঙ্ক ক্যাশিয়ারের, কাজের চাপেই, দাবি স্ত্রীর
ABP Ananda, web desk | 19 Dec 2016 04:26 PM (IST)
গুজরাত: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ব্যাঙ্ককর্মীর। প্রেম শঙ্কর ঝা নামে গুজরাতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) থারাড শাখার আত্মঘাতী ক্যাশিয়ারের স্ত্রীর দাবি, প্রচন্ড কাজের চাপেই চরম পদক্ষেপ করেছেন তাঁর স্বামী। রবিবার আমদাবাদের বাড়িতে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেন ৩৩ বছর বয়সি প্রেম শঙ্কর প্রজাপতি। আদতে রাজস্থানের বারমেরের এই বাসিন্দা কর্মসূত্রে থারাডে থাকতেন স্ত্রী মঞ্জুলাকে নিয়ে। মঞ্জুলার দাবি, প্রায়ই প্রেম বলতেন, অফিসে কাজের চাপ সামলাতে কষ্ট হচ্ছে তাঁর। তিনি বলেছেন, ব্যাঙ্ক থেকে বাড়িতে স্বামী ফিরতেন বিধ্বস্ত হয়ে। টেনশনে ভুগতেন। বেশি কথাও বলতেন না। তদন্তে নেমে পুলিশ বলেছে, এসবিআইয়ের থারাড শাখায় গত দেড় বছর থেকে কাজ করছিলেন প্রজাপতি। কোনও অজানা কারণে আজ সকালে ঘরের সিলিং ফ্যান থেকে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।