গাঁধীনগর: গত বছর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগে গুজরাত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ৯ জন অধ্যাপককে কারণ দর্শানোর নোটিস ধরানো হল। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) অভিযোগের ভিত্তিতেই অধ্যাপকদের এই নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আমদাবাদে রাহুলের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে এই ৯ অধ্যাপকের বিরুদ্ধে। গত ১৭ নভেম্বর সেই অনুষ্ঠানের ছবি দিয়ে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে অভিযোগ দায়ের করা হয়। এবিভিপি-র পক্ষ থেকে অভিযোগে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়কে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাইছেন ওই অধ্যাপকরা। তাঁরা গুজরাতে বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী অল্পেশ ঠাকোর, নির্দল প্রার্থী জিগনেশ মেভানি, পাতিদার আনামত আন্দোলন সমিতির নেতা হার্দিক পটেলের মতো বিজেপি-বিরোধী নেতাদের হয়ে প্রচার করেছেন। সংশ্লিষ্ট অধ্যাপকরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।