আমদাবাদ: বিধানসভা নির্বাচনের পরও গুজরাতে বিজেপির রক্তক্ষরণ অব্যাহত। এদিন প্রকাশিত হল পুর ও পঞ্চায়েত নির্বাচনের ফল। ২২ জেলায় ৭৫টি পুর আসনের ভোটে ৪৭টি দখলে রেখেছে বিজেপি। গত নির্বাচনের নিরিখে ১২ আসন কম। অন্যদিকে, ভাল ফল করেছে কংগ্রেস। এবারের নির্বাচনে তারা ১৬টি পুর আসন জিতেছে।
২০১২ সালের বিধানসভা নির্বাচনে ১৮২ আসনের মধ্যে বিজেপি জিতেছিল ১১৭টি। সেখানে গত বছর সেই সংখ্যা কমে দাঁড়ায় ৯৯তে। অন্যদিকে, নিজেদের পারফরম্যান্স ভাল করে বেশ কয়েকটি আসন জিতে নেয় কংগ্রেস। ফলে এবার, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনেও ভাল ফলের আশায় কংগ্রেস। ফল বের হতে দেখা গেল,তাদের আশা খুব ভুল ছিল না।
গত শনিবার গুজরাতে ৭৫টি পুরসভা, দু’টি জেলা পঞ্চায়েত, ১৭টি পঞ্চায়েত ও ১,৪২৩ গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হয়। এদিন ছিল ফলপ্রকাশ। মোট ফলের ভিত্তিতে অনেকটাই ক্ষতি হয়েছে গেরুয়া শিবিরের। গত নির্বাচনে ৫৯টি পুরসভা নিজেদের দখলে রেখেছিল বিজেপি। এবার তারা জিতেছে ৪৭টিতে। হাতছাড়া হল ১২টি আসন।
অন্যদিকে, আগের নির্বাচনে কংগ্রেস ৬টি আসনে জিতেছিল। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৬। অর্থাৎ, ১০ আসনে জয় ছিনিয়ে নিয়েছে তারা। এছাড়া, তিনটি আসনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে টাই হয়েছে। ২টি আসনে জয়ী হয়েছে নির্দল সহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি যেখানে, সেই ভাডনগর পুরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে ২৭টিতেই জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস সেখানে একটিতেই জয় পেয়েছে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে পটেল আন্দোলনের জেরে এই আসনটি খুইয়েছিল বিজেপি। একইভাবে, উত্তর গুজরাতের পাতিদার গড় হিসেবে পরিচিত মেহসানা জেলার তিনটি পুরসভাও দখল করেছে শাসক শিবির।
অন্যদিকে, শহরে অনেক আসন খোয়ালেও গ্রামাঞ্চলে নিজেদের গড় ধরে রাখতে সমর্থ হয়েছে গেরুয়া শিবির। দুটি জেলা পঞ্চায়েত, ১৭টি পঞ্চায়েত ও ১,৪২৩ গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের ফল প্রকাশ হতে দেখা যায়, সেখানে বিজেপির জয়জয়কার।