আমদাবাদ: সরকারি কর্মসূচির আওতায় দলিত পরিবারকে জমি বরাদ্দ করায় বিলম্বের অভিযোগ তুলে প্রতিবাদে গতকাল পাটানের জেলা কালেক্টরের অফিসের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টা করেন দলিত কর্মী। ভানু ভানকর নামে ষাটোর্ধ্ব ওই দলিত কর্মী মারাত্মক জখম হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে। এ ব্যাপারে আজ তদন্তের নির্দেশ দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তদন্ত করবেন মুখ্য সচিব জে এন সিংহ। সরকার ভানকরের চিকিত্সার যাবতীয় ব্যয়ও বহন করবে বলে জানান রূপানি। বিস্তারিত তথ্য পাওয়ার পর সরকার যথাযথ পদক্ষেপ করবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ভানকর দলিত নেতা-বিধায়ক জিগনেশ মেবানির রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের সঙ্গে যুক্ত।
যে জমি বরাদ্দ করা নিয়ে বিতর্ক, সেটি পাটানের সামি তহসিলের দুধকা গ্রামের। সেখানকার ভূমিহীন দলিত খেতমজুর হেমাবেন ভানকরের অভিযোগ, কর্তৃপক্ষ তাঁর পরিবারের হাতে ওই জমি তুলে দিচ্ছে না, যদিও ২০১৩ সালে সেটি হস্তান্তরের জন্য তাঁর কাছ থেকে ২২২৩৬ টাকা নিয়েছিল তারা।
সপ্তাহখানেক আগে কালেক্টরকে দেওয়া স্মারকলিপিতে হেমাবেন হুমকি দেন, দলিত নেতার সঙ্গে তিনিও গায়ে আগুন দেবেন। গতকাল পাটানের কালেক্টরের দপ্তরের বাইরে পুলিশ পাহারা বসানো হয়, আটক করা হয় দলিত কর্মীদেরও। তার মধ্যেই মেহসানার উঞ্ঝার বাসিন্দা ভানকর গায়ে আগুন দেন।
এ ঘটনায় পুলিশ সুপার ও কালেক্টরের সাসপেনসনের দাবি করেছেন জিগনেশ।