আমদাবাদ: গুজরাতে গত ২১ জানুয়ারি হওয়া দুটি জেলার পঞ্চায়েত নির্বাচন ও বানসকান্ঠা, গাঁধীনগর ও খেড়া, এই তিন জেলায় ১৭টি তালুকা পঞ্চায়েত ভোটে হাড্ডাহাড্ডি লড়াই। শাসক বিজেপির ঘাড়ে নিঃশ্বাস কংগ্রেসের। গুজরাত রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, বিজেপি ও কংগ্রেস যথাক্রমে খেড়া ও বানসকান্ঠা জেলা পঞ্চায়েতে জয়ী হয়েছে। ১৭টি তালুকা পঞ্চায়েতের মধ্যে ৮টি পেয়েছে কংগ্রেল, বিজেপি জিতেছে ৭টিতে।
বানসকান্ঠায় বিজেপি পেয়েছে দিশা, ধানেরা, আমিরগাদ, থারাড, ভাব ও সুইগাম তালুকা পঞ্চায়েত। খেড়ার কাথলাল তালুকা পঞ্চায়েতও গিয়েছে তাদের ঝুলিতে।
কংগ্রেস পেয়েছে বানসকান্ঠার পালানপুর, ভাবার, দান্তা, কাংক্রেজ, দান্তিওয়াড়া, বদগাম তালুকা পঞ্চায়েত। গাঁধীনগর তালুকা পঞ্চায়েত, খেড়ার কাপড়ভঞ্চ পঞ্চায়েতেও জয়ী তারা।
বানসকান্ঠার দেওদার, লাখানি তালুকা পঞ্চায়েতে দু দলই সমসংখ্যক আসন পাওয়ায় টাই হয়েছে।
গুজরাত প্রদেশ কংগ্রেস সভাপতি ভরতসিন সোলাঙ্কি এই ফল বিজেপির কাছে ধাক্কা বলে দাবি করে বলেন, আমাদের কাছে দারুণ উদ্দীপনার ব্যাপার এটা। খেড়া, বানসকান্ঠার দুটি পঞ্চায়েতই বিজেপির দখলে ছিল। রাজ্যের সবচেয়ে বড় জেলা পঞ্চায়েত বানসকান্ঠা আমরা শাসক দলের হাত থেকে ছিনিয়ে নিয়েছি।
যদিও মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দাবি, বিজেপি কংগ্রেসের চেয়ে বেশি আসন পেয়েছে। তিনি বলেছেন, গ্রামীণ এলাকায় কংগ্রেসের চেয়ে বেশি আসন পেয়েছি আমরা। বিজেপিকে জেতানোয় এইসব পুরসভার আওতায় বসবাসকারী লোকজনকে ধন্যবাদ।
গুজরাতে জেলা, তালুকা পঞ্চায়েত ভোটে ধাক্কা খেল বিজেপি, ভাল ফল কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Feb 2018 05:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -