আমদাবাদ: গুজরাতে ভোটের আর পাঁচদিন বাকি। তার ঠিক আগে এবিপি আনন্দ-লোকনীতি সিএসডিএস-এর জনমত সমীক্ষা বলছে, এবারের বিধানসভা নির্বাচনে চাপে পড়তে পরে বিজেপি। সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ৯৫ আসন, কংগ্রেস পেতে পারে ৮২টি।
গুজরাত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ৯ ও ১৪ তারিখ দুদফায় গুজরাতে ভোটগ্রহণ হবে। তার আগে, লোকনীতি সিএসডিএস-এর সঙ্গে যৌথ সমীক্ষা চালাল এবিপি আনন্দ। সৌরাষ্ট্র, দক্ষিণ গুজরাত, উত্তর গুজরাত, কচ্ছ ও মধ্য গুজরাতে কোন দল বাজিমাত করবে, তার একটা আভাস মিলেছে। কে পাবে ম্যাজিক ফিগার। এই ওপিনিয়ন পোলে উঠে এল।
যৌথ সমীক্ষা অনুযায়ী, গুজরাতে ক্ষমতাসীন বিজেপি ৯৫টি আসন পেতে পারে। সামান্য পিছনে থেকে কংগ্রেস পেতে পারে ৮২টি আসন। অন্যান্যর ঝুলিতে যেতে পারে ৫টি আসন।
আসনের নিরিখে বিজেপি এগিয়ে থাকলেও, প্রাপ্ত ভোটের নিরিখে কিন্তু, বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে কংগ্রেস। এবিপি আনন্দ-লোকনীতি সিএসডিএসের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ৪৩ শতাংশ ভোট। কংগ্রেসও ৪৩ শতাংশ ভোটই পেতে পেরে। অন্যান্যের ঝুলিতে যেতে পারে ১৪ শতাংশ ভোট।
অঞ্চল-ভিত্তিতে এবিপি আনন্দ-লোকনীতি সিএসডিএস জনমত সমীক্ষা অনুযায়ী--
মধ্য গুজরাত- কংগ্রেস পেতে পারে ৪০ শতাংশ ভোট। বিজেপি ৪১ শতাংশ। বিজেপির ভোট ভাগ ১৩ শতাংশ কমবে। কংগ্রেসের বাড়বে ২ শতাংশ।
দক্ষিণ গুজরাত- কংগ্রেসের ভোট পেতে পারে ৪২ শতাংশ ভোট, বিজেপি পেতে পারে ৪০ শতাংশ। বিজেপির ভোট কমবে ৯ শতাংশ, কংগ্রেসের বৃদ্ধি পাবে ১১ শতাংশ।
উত্তর গুজরাত- কংগ্রেস ৪৯ শতাংশ, বিজেপি ৪৫ শতাংশ।
পাতিদার-অধ্যুষিত সৌরাষ্ট্রে- বিজেপি ৪৫ শতাংশ, কংগ্রেস ৩৯ শতাংশ।
এবিপি আনন্দ-লোকনীতি সিএসডিএস জনমত সমীক্ষা অনুযায়ী, গত একমাসে পাতিদার নেতা হার্দিক পটেলের জনপ্রিয়তা ৬ শতাংশ কমেছে। আদিবাসী সম্প্রদায় যেখানে কংগ্রেসকে সমর্থন করবে, সেখানে বিজেপি পেতে পারে কোলি ও স্বর্ণ সম্প্রদায়ের সমর্থন। একসময় যে পাতিদার সম্প্রদায়ের সমর্থন পেত বিজেপি, এখন তারা কংগ্রেসের দিকে ঝুঁকে পড়েছে।
এবিপি আনন্দ-লোকনীতি সিএসডিএস জনমত সমীক্ষা অনুযায়ী, জিএসটি নিয়ে ব্যবসায়ীরাও বিজেপির ওপর ক্ষুব্ধ। ৪৩ শতাংশ কংগ্রেসকে ভোট দিতে পারে। ৪০ শতাংশ এখন বিজেপির ওপর ভরসা রাখছে।
২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৫০টি বিধানসভা কেন্দ্রে এই সমীক্ষা করেছে এবিপি আনন্দ এবং সিএসডিএস লোকনীতি। সমীক্ষা চালানো হয়েছে ২০০টি বুথে। কথা বলা হয়েছে ৩৬৫৫ জনের সঙ্গে।
৯ ও ১৪ ডিসেম্বর গুজরাতে বিধানসভা ভোট। ফল ঘোষণা ১৮ তারিখ।