ভদোদরা: তিনমাস অতিক্রান্ত হওয়ার পর পাক জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুর খবর পেল পরিবার।

খবরে প্রকাশ, গুজরাতের গির সোমনাথ জেলার অন্তর্গত কোতাদা গ্রামের বাসিন্দা বছর পঞ্চান্নর দেবরাম বরাইয়া কে গত ২ ফেব্রুয়ারি আটক করে পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী।

প্রবীণ ধনসুখ চাবদা নামে এক সহ-কয়েদি তথা বরাইয়ের ভাইয়ের জামাতা গত ২২ এপ্রিল নিহত মৎস্যজীবীর পরিবারকে চিঠি লেখেন। সেখানে তিনি জানান, ৪ মার্চ জেলেই মারা গিয়েছেন বরাইয়া। গতকাল, ওই চিঠি হাতে পান নিহতের স্ত্রী।

খবরে প্রকাশ, বাড়িতে নিহত মৎস্যজীবীর স্ত্রী ছাড়াও ৬ সন্তান রয়েছে। পারিবারিক আর্থিক সক্ষমতাও তেমন মজবুত নয়। ফলে, মৃত্যুর খবর পেয়ে কার্যত ভেঙে পড়েছে গোটা পরিবার।

বারাইয়ের মৃত্যু নিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হয়েছে রাজ্যের মৎস্যজীবী সংগঠন। তাদের দাবি, বিষয়টি নিয়ে পাক আধিকারিকদের সঙ্গে কথা বলুক সরকার। মৎস্যজীবীর মৃত্যুর খবর পরিবারকে না দেওয়ার জন্য পাক কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন সংগঠনের সভাপতি বেলজিভাই মাসানি।