ভদোদরা: পাকিস্তানের জেলে আচমকা মারা যাওয়া ভারতীয় মত্স্যজীবীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপ দাবি স্ত্রীর। ৫ জানুয়ারি ‘সৌহার্দ্যমূলক পদক্ষেপ’ হিসাবে পাকিস্তানের জেল থেকে ২১৮ জন ভারতীয় মত্স্যজীবীকে ছেড়ে দেওয়া হয়। তাঁদের সঙ্গেই মুক্তি পাওয়ার কথা ছিল ওই মত্স্যজীবীরও। কিন্তু ঠিক তার আগের দিন করাচির জেলে মারা যান গুজরাতের গির সোমনাথ জেলার খান গ্রামের বাসিন্দা জীবা ভগবান বামনাইয়া নামে ওই মত্স্যজীবী।
জীবার স্ত্রী ভেজিবেন এক বিবৃতিতে বিদেশমন্ত্রীকে আবেদন করেছেন, তাঁর স্বামী ঠিক কীভাবে মারা গেলেন, তা খুঁজে বের করা হোক। জানা গিয়েছে, মুক্তি পাওয়া অন্য মত্স্যজীবীরা তাঁর স্বামীর মৃত্যুর আগে ঘটে যাওয়া যেসব ঘটনার কথা ভেজিবেনকে জানিয়েছেন, তারও বিবরণ দিয়েছেন তিনি। তাঁর দাবি, স্বামীর মারা যাওয়ার সঠিক কারণ জানা দরকার।
এর আগে জীবার দেহ করাচি থেকে তাঁর গ্রামে নিয়ে আসার ব্যাপারে জটিলতা কাটাতে উদ্যোগ নেওয়ার জন্য তিনি যাতে পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন, সুষমাকে সেই অনুরোধ করেন রাজ্যসভা সদস্য পরিমল নাথওয়ানি।
এদিকে গুজরাত ফিশারমেন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ভেলজিভাই মাসানি গুজরাত সরকারকে ভেজিবেনকে আর্থিক সহায়তা দিতে আবেদন জানান গুজরাত সরকারকে।
পাক জেলে মৃত ভারতীয় মত্স্যজীবী, কারণ জানতে সুষমাকে আবেদন স্ত্রীর
web desk, ABP Ananda
Updated at:
22 Jan 2017 05:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -