আমদাবাদ: গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দরাজহস্ত রাজ্য সরকার। বাড়ানো হল সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্কুলগুলির শিক্ষকদের বেতন। ১০৫টি পুরসভার কর্মীরাও এবার সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাবেন বলে জানিয়েছে রাজ্য সরকার। মা-বাৎসল্য প্রকল্পে গুরুতর অসুস্থ ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করার ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা থেকে বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী নীতিন পটেল এই ঘোষণা করেছেন।
গুজরাতে প্রায় সাত হাজার শিক্ষকের বেতন পাঁচ বছর ধরে একই আছে। এবার তাঁদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, মাধ্যমিক স্কুলগুলিতে বাঁধা বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ২৫,০০০ টাকা। সহকারী শিক্ষকদের বেতন ১০,৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬,২২৪ টাকা। প্রশাসনিক সহকারীরা ১১,৫০০ টাকার বদলে এখন থেকে পাবেন ১৯,৯৫০ টাকা। একইভাবে উচ্চ-মাধ্যমিক স্কুল ও পুরসভাগুলির কর্মীদেরও বেতন বাড়ছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বাড়ছে শিক্ষক, পুরসভার কর্মীদের বেতন, গুজরাতে ভোটের আগে ঘোষণা রাজ্য সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Oct 2017 09:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -