আমদাবাদ ও লখনউ: ব্লু হোয়েল চ্যালেঞ্জ গেমের নির্মাতা বা অ্যাডমিনদের খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে গুজরাত সরকার। এরমধ্যেই উত্তরপ্রদেশে এই মারণ গেমের খপ্পরে আরও এক প্রাণের বলি গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।


মানুষকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এই অনলাইন গেমকে নিষিদ্ধ করার পর এবার গুজরাত প্রশাসন এক নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে জনসাধারণকে বোঝাতে এই চ্যালেঞ্জ গ্রহণ না করতে।


গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদীপসিংহ জাডেজা জানান, রাজ্য পুলিশের সাইবার সেল একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। সেখানে কেউ যদি গেম নিয়ে কোনও সাহায্য চায়, তা প্রদান করা হবে।


তিনি জানান, ইতিমধ্যেই গেমকে নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। সবকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই বিষয়ে খুদে ও পড়ুয়াদের মনে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তাদের এই গেমের কুপ্রভাব সম্পর্কে বোঝানো হচ্ছে।


পাশাপাশি, ব্লু হোয়েলের নির্মাতা বা অ্যাডমিনিস্ট্রেটরদের (পরিচালনার দায়িত্বে) কেউ খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে গুজরাত প্রশাসন। এ-ও বলা হয়েছে, তথ্য প্রদানকারীর নাম গোপন রাখা হবে।


এর মধ্যেই, লখনউতে এক ১৪ বছরের কিশোর নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর। এর নেপথ্যে ব্লু হোয়েল আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, আদিত্য বর্ধন নামে ওই কিশোরের ২ বন্ধু জানিয়েছে, গত ২ সপ্তাহ ধরেই সে ব্লু হোয়েল খেলছিল।