নয়াদিল্লি: বিজেপিতে যোগদানের জন্য তাঁকে ১ কোটি টাকা অফার করা হয়েছিল বলে হার্দিক পটেলের পতিদার আমানত আন্দোলন সমিতির (পাস) কর্মী নরেন্দ্র পটেলের চাঞ্চল্যকর দাবি ঘিরে শোরগোল চলছে। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর ট্যুইট, গুজরাত অমূল্য। তাকে কখনও কেনা যায়নি, যায় না, যাবেও না।


/code>

বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই গতকাল রাতে সাংবাদিক সম্মেলন ডেকে কোটি টাকা অফার পাওয়ার কথা জানান নরেন্দ্র। যদিও বিজেপি তাঁর দাবি উড়িয়ে দিয়েছে। গুজরাত বিজেপি মুখপাত্র ভারত পান্ডা বলেন, সব মিথ্যা অভিযোগ। কংগ্রেসের কলকাঠিতে নাটক করছেন নরেন্দ্র পটেল।

প্রসঙ্গত, গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে পতিদার সংরক্ষণ আন্দোলন নেতা হার্দিককে কংগ্রেস তাদের দিকে টানার চেষ্টা করছে, পাল্টা তাঁরই দুই সহযোগী বরুণ পটেল ও রেশমা পটেলকে দলে সামিল করেছে বিজেপি। তাঁরা হার্দিককে 'কংগ্রেসের এজেন্ট' বলেছেন।