আমদাবাদ: গুজরাত মডেল ব্যর্থ বলে সোমবার দাবি করলেন রাহুল গাঁধী। রাজ্যে প্রায় দুদশক বিরোধী আসনে বসা তাঁর দল চলতি বছরের শেষে নির্ধারিত বিধানসভা নির্বাচনে জিতবে বলেও প্রবল আশাবাদী কংগ্রেস সহ সভাপতি।
এখানে দলীয় কর্মীদের সভায় তিনি বলেন, এবার গুজরাতে কংগ্রেসের ক্ষমতায় প্রত্যাবর্তন কেউ রুখতে পারবে না, এ আমার দৃঢ় বিশ্বাস।
গুজরাতের উন্নয়ন মডেল পুরোপুরি উন্মোচিত হয়ে ছয়েছে বলে মন্তব্য করেন রাহুল। বলেন, গুজরাত বিধানসভার ভোটের ফল নিয়ে ভীত বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্য বেশিদিন চাপা দেওয়া যায় না। বিজেপির গুজরাত উন্নয়ন মডেল যে ফাঁপা, আজ সেটা প্রকট হয়ে গিয়েছে।
যুবক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী বা ছোট দোকানদার, এই মডেলে কারও উপকার হয়নি বলে অভিযোগ করেন রাহুল। কারও নাম না করে বলেন, মাত্র ৫ থেকে ১০ জন এর ফায়দা পেয়েছে।
নরেন্দ্র মোদী সরকার মিডিয়ার ওপর অন্যায় চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ তোলেন রাহুল। বলেন, আমরা জানি, মোদীজী মিডিয়াকে চাপ দিচ্ছেন, মিডিয়ার কিছু লোকজনও আমায় বলেছেন যে, তাঁরা ভয় পাচ্ছেন।
বিজেপির বিরুদ্ধে বুথ স্তরে দলীয় কর্মীদের লড়াইয়ের ডাক দিয়ে গেরুয়া পরিবারের 'মিথ্যা' ফাঁস করে দিতে বলেন তিনি। রাহুল বলেন, চাষিদের কষ্ট, বিমুদ্রাকরণ, জিএসটি, বেকারি-কত হাজারো ইস্যু আছে।
গুজরাত মডেল ব্যর্থ, বিধানসভা ভোটে জিতবে কংগ্রেস, দাবি রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Sep 2017 07:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -