আমদাবাদ: অনলাইন গেম পোকেমন গো-র বিরুদ্ধে গুজরাত হাইকোর্টে জনস্বার্থ মামলা। পোকেমন গো গেম ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, এই গেমে মন্দির চত্বরে ডিম দেখানো হয়েছে। এতে ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে। এ ব্যাপারে জরুরী নির্দেশ দানের জন্যও আদালতের কাছে আর্জি জানানো হয়েছে।


এর আগে এই অনলাইন গেমের বিরুদ্ধে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় এই গেমকে লোকজনের পক্ষে বিপজ্জনক বলে অভিযোগ করা হয়। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আবেদনকারীর বক্তব্য, ডিম আমিষ খাবার। আর এ ধরনের খাবার মন্দিরে থাকা হিন্দু ও জৈন ধর্মের নীতি বিরোধী।

আবেদনকারীর আইনজীবী বলেছেন, গেমে পয়েন্ট হিসেবে ডিম দেওয়া হয়, যেগুলি সাধারণত বিভিন্ন ধর্মের প্রার্থনাস্থলে দেখানো হয়। তাই এই গেম ভারতে নিষিদ্ধ করার জন্য আদালতে আর্জি জানানো হয়েছে।