মহিসাগর: গুজরাতে ভোটের প্রচারে ফের কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জম্মুর যুব তৃণমূল নেতা সলমন নিজামির এক মন্তব্য উল্লেখ করে মোদী দাবি করেন, ‘ওই কংগ্রেস নেতা বলেন, ঘরে ঘরে আফজল গুরু তৈরি হবে। কিন্তু মুসলিমরাও এমন কথা বলবেন না। গুজরাতের জনতা কি তাঁকে ক্ষমা করবেন?’
মোদী একটি প্রচার সভায় বলেছেন, ‘কংগ্রেসের একজন তারকা প্রচারক সলমন নিজামি। কাশ্মীরের বাসিন্দা। তিনি গুজরাতে প্রচারে এসেছেন। তিনি বলেন, আমাদের আজাদ কাশ্মীর চাই। তিনি বলেন, দেশের সেনা ধর্ষক। মা-বোনের ধর্ষণ করে সেনা। গুজরাতের জনতা কি তাঁকে ক্ষমা করবেন?’
সলমন নিজামি এ ব্যাপারে বলেছেন, ভাইরাল হওয়া ট্যুইট ২০১৩ সালের এবং তা ভুয়ো ট্যুইট ছিল। এ ব্যাপারে ২০১৫-তে তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। নিজামি বলেছেন, তিনি কংগ্রেসের সদস্য। কিন্তু ঘরে ঘরে আফজল তৈরি হবে বলে যে ট্যুইটের কথা বলা হচ্ছে, তা তাঁর নয়।
নিজামি আরও বলেছেন, ‘আমি সেই দলের সঙ্গে রয়েছে যে দল আফজল গুরুকে ফাঁসিতে ঝুলিয়েছিল। আমি কখনওই আফজলকে শহিদ বলিনি। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আর আমাকেই দেশবিরোধী তকমা দেওয়া হচ্ছে’।
নিজামি আরও বলেছেন, তাঁর নামে ছয়টি অ্যাকাউন্ট হয়েছে। ওই অ্যাকাউন্টগুলি সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্যই ছিল না। নিজামি বলেছেন, ‘আমি গর্বের সঙ্গে বলছি, আমি ভারতীয়’।
তিনি বলেছেন, মোদী মিথ্যে কথা বলছেন।ভুয়ো ট্যুইটের উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁকে নিশানা করছেন। তিনি সর্বদাই সেনার পাশে রয়েছেন বলেও জানিয়েছেন নিজামি।
বিজেপির ট্যুইট, ‘কংগ্রেস নেতা ও রাহুল গাঁধীর ঘনিষ্ঠ সলমন নিজামি ট্যুইটারের মাধ্যমে জানতে চেয়েছেন, ;মোদীজী, আপনার বাবা কে, মা কে? তিনি ঘরে ঘরে আফজল তৈরি হবে বলেন। আজাদ কাশ্মীরের কথা বলেন। সেনাকে ধর্ষণকারী বলেন। কংগ্রেস কি এ ধরনের লোকজনের সাহায্যেই ভোটে জিততে চায়?’
বিজেপি তথা প্রধানমন্ত্রীর এ ধরনের অভিযোগের জবাব দিয়েছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, আসলে উন্নয়ণ সংক্রান্ত ইস্যুগুলিতে কোনও জবাব নেই প্রধানমন্ত্রী মোদীর। তাই তিনি এ ধরনের ইস্যু তুলছেন।
এর আগে, উন্নয়ণের প্রশ্নে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীও বিজেপিকে নিশানা করেছেন। তাঁর ট্যুইট, প্রধানমন্ত্রীর ভাষণে বেপাত্তা উন্নয়ণ। যে ১০ প্রশ্ন করেছিলেন, সেগুলির কোনও জবাব পাওয়া যায়নি। প্রথম দফার ভোট পর্যন্ত কোনও ইস্তেহারও জারি করেনি বিজেপি।
‘ঘরে ঘরে তৈরি হোক আফজল গুরু’,বলেছেন কংগ্রেস নেতা, গুজরাতের প্রচারে বিরোধী দলকে তোপ মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Dec 2017 02:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -