আমদাবাদ: বিজেপির বিজয় চক্রবর্তীকে ১৯,৬৯৬ ভোটে হারিয়ে গুজরাতের বানসকান্ঠার ভদগাম কেন্দ্রে জয়ী জিগনেশ মেবানি। রাজ্যে দলিত আন্দোলনের মুখ জিগনেশ সেখানে কংগ্রেসের সমর্থনে নির্দল হিসাবে লড়েছেন। চক্রবর্তী পেয়েছেন ৭৫,৮০১ ভোট। তফসিলি সংরক্ষিত আসনটিতে জিগনেশের প্রাপ্ত ভোট ৯৫,৪৯৭ ভোট। জয়ী ঘোষিত হওয়ার পর জিগনেশ তাঁকে প্রচারে সমর্থন করা সব রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী গোষ্ঠীগুলিকে ধন্যবাদ দেন। জিগনেশকে এবার সমর্থন করে আমআদমি পার্টিও।
গত বছর গুজরাতের উনায় স্বঘোষিত গোরক্ষকদের হাতে সাত দলিত যুবক মৃত গরুর চামড়া ছাড়ানোর সময় মার খান। তার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন থেকেই উত্থান জিগনেশের। সেই আন্দোলনকারী, যুবকদের পীড়াপীড়িতেই তিনি ভোটে লড়েছেন বলে এর আগে সোস্যাল মিডিয়ায় পোস্ট করা বার্তায় জানিয়েছিলেন তিনি। গতকাল জিগনেশ বিজেপির জয়ের পূর্বাভাস উড়িয়ে বলেন, সব এক্সিট পোল ননসেন্স। বিজেপি এবার হারছে, সরকার গড়তে পারবে না। জিগনেশ বাদে যে অল্পেশ ঠাকোরের ওপর ভরসা করেছিল কংগ্রেস, তিনিও জিতেছেন। গোড়ায় পিছিয়ে থাকলেও রাধানপুর কেন্দ্রে শেষ পর্যন্ত জয় পকেটে পুরেই থামেন তিনি। কংগ্রেস প্রার্থী ওবিসি নেতা অল্পেশ জয়ী হয়েছেন প্রায় ১৮ হাজার ভোটে।