নয়াদিল্লি: বিজেপিকে গুজরাতে হারাতে তিনি পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করছেন, নরেন্দ্র মোদীর এহেন অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানালেন মনমোহন সিংহ। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে এজন্য ক্ষমা চান, দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মোদীর অভিযোগে তিনি অত্যন্ত ব্যথিত বলে জানিয়েছেন ইউপিএ আমলের প্রধানমন্ত্রী।
গুজরাতের পালানপুরে গতকাল মোদী দাবি করেন, পাকিস্তান গুজরাত ভোটের ফল প্রভাবিত করতে চাইছে, নাক গলাচ্ছে। সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ার তাঁকে 'নীচ' বলে আক্রমণ করার আগের দিন ৬ ডিসেম্বর রাতে তাঁর বাসভবনে বৈঠকে বসেছিলেন কয়েকজন পাকিস্তানি ক্ষমতাশালী লোকজন ও মনমোহন সিংহ এবং গুজরাতের ভোট নিয়ে তাঁদের আলোচনা হয় বলে অভিযোগ করেন তিনি। আজ বিবৃতি দিয়ে সেই বৈঠকে কারা ছিলেন জানিয়ে প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন জানিয়ে দেন, সেখানে গুজরাতের নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে কোনও কথাই হয়নি। প্রধানমন্ত্রী 'হীন ভাবনাচিন্তা করে আক্রমণ করায়' তিনি গভীর আঘাত পেয়েছেন বলে মন্তব্য করেন মনমোহন। বলেন, আমি এই মিথ্যাচার, কটাক্ষের তীব্র প্রতিবাদ করছি, কেননা মনিশঙ্কর আয়ারের দেওয়া ডিনারে কারও সঙ্গেই গুজরাত ভোট নিয়ে আমি কোনও আলোচনা করিনি, যা আমি করেছি বলে মোদী অভিযোগ করেছেন। আমি আন্তরিক ভাবে আশা করি, উনি কু চিন্তার মাধ্যমে নিজের সীমা ছাড়ানোর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন, উনি যে পদে বসে রয়েছেন, তার গরিমা পুনরুদ্ধার করবেন।
গুজরাতে হারের ভয় পেয়ে বসেছে প্রধানমন্ত্রীকে। তাই রাজনৈতিক ফায়দা তুলতে তিনি এমন অভিযোগ করছেন বলেও মন্তব্য করেন মনমোহন। বলেন, সাংবিধানিক পদে বসে খারাপ দৃষ্টান্ত তৈরি করছেন মোদী। উনি প্রাক্তন প্রধানমন্ত্রী, পূর্ব সেনাপ্রধানের ভাবমূর্তিতে কালি লেপে দিচ্ছেন। কংগ্রেসের কোনও দল বা তার প্রধানমন্ত্রীর কাছে দেশপ্রেম শেখার দরকার হয় না। কংগ্রেসের সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের ইতিহাস আছে।
গুজরাতে বিজেপিকে হারাতে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ: 'মিথ্যাচার', ক্ষমা চান মোদী, দাবি মনমোহনের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2017 05:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -