আমদাবাদ: আসন্ন গুজরাত নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন-রফা ভেস্তে যাওয়ার ফলে এককভাবে সবকটি কেন্দ্রেই প্রার্থী দেবে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)।


২০০৭ ও ২০১২—গত ২টি বিধানসভা নির্বাচনে গাঁটছড়া বেঁধেছিল করেছিল কংগ্রেস ও এনসিপি। বর্তমান বিধানসভায় শরদ পওয়ারের এনসিপি-র ২ জন বিধায়ক রয়েছে। এদিন এনসিপি নেতা প্রফুল্ল পটেল জানান, তাঁরা ১৮২ আসনেই প্রার্থী দেবেন। তাঁর দাবি, কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধার চেয়ে একলা লড়াই করাই ভাল।


এদিকে, গাঁটছড়া ভেস্তে যাওয়ার জন্য এনসিপি-র ঘাড়েই দোষ চাপিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, পওয়ারের দল প্রয়োজনের চেয়ে বেশি আসন দাবি করায় এই জোট ভেঙে গিয়েছে। এদিন দলের ভারপ্রাপ্ত নেতা অশোক গহলৌত বলেন, ওদের (এনসিপি) উচিত ছিল গুজরাতে নিজেদের শক্তি অনুযায়ী আসনের দাবি করা।


জোট ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গেই সোমবার প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে কংগ্রেস। সেখানে ৭৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। উল্লেখযোগ্যভাবে, এনসিপি-র দাবি করা একাধিক আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। প্রসঙ্গত, আগামী ৯ ও ১৪ ডিসেম্বর-- দু’দফায় গুজরাতে নির্বাচন হবে।