নয়াদিল্লি: গুজরাত বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। দু দফায় ভোট হবে। ৯ ও ১৪ ডিসেম্বর গুজরাতে নির্বাচন অনুষ্ঠিত হবে।ফল ঘোষণা ১৮ ডিসেম্বর। প্রথম পর্বে ৯ ডিসেম্বর ৮৯ আসনে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ১৪ ডিসেম্বর বাকি ৯৩ আসনে ভোট নেওয়া হবে। এদিন সাংবাদিক বৈঠকে নির্ঘন্ট ঘোষণার মাধ্যমে রাজ্যে অবিলম্বে আদর্শ নির্বাচীন আচরণ বিধি চালু হয়ে গেল। ওই বিধি কেন্দ্র সরকারের ওপরও প্রযোজ্য। কমিশন জানিয়েছে, ভোট সংক্রান্ত যাবতীয় গতিবিধি ভিডিও রেকর্ডিং করা হবে।ভোটগ্রহণ কেন্দ্রগুলিতেও থাকবে ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা। নজরদারি চালানো হবে সিসিটিভি-তে।
উল্লেখ্য, ভোট ঘোষণার বিলম্ব নিয়ে এর আগে বিরোধীদের তোপের মুখে পড়ে নির্বাচন কমিশন।
১৮২ সদস্যের গুজরাত বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৩ জানুয়ারি।
হিমাচল প্রদেশের ভোটের নির্ঘন্ট ঘোষণার দিন কমিশন গুজরাতের নির্ঘন্ট ঘোষণা করেনি। বিরোধীদের সমালোচনার মুখে পড়ে কমিশন জানায়, বন্যার কারণেই গুজরাতের নির্ঘন্ট ঘোষণা হয়নি।
কংগ্রেস নেতা পি চিদম্বরম তীক্ষ্ণ কটাক্ষ হেনে বলেন, গুজরাটে ভোট কবে হবে তা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিদম্বরম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সভা শেষ হলে ভোটের দিন ধার্য করার অধিকার তাঁকেই দিয়েছে নির্বাচন কমিশন। গুজরাত সরকার যাবতীয় ছাড় ও জনপ্রিয় ঘোষণা করার পরেই ভোটের দিন স্থির হবে।’
বিরোধীদের অভিযোগ, ভোটের নির্ঘন্ট ঘোষণা হলে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যেত। এরফলে গুজরাতের বিজেপি সরকার ও কেন্দ্রের মোদী সরকারের পক্ষে বিভিন্ন জনপ্রিয় ঘোষণা করা সম্ভব হত না। তাই ভোটের দিন ঘোষণায় বিলম্ব করে কমিশন বিজেপিকে যথেচ্ছ জনপ্রিয় ঘোষণার সুযোগ করে দিয়েছে।
গুজরাতে বিধানসভা ভোট ৯ ও ১৪ ডিসেম্বর, ফল ১৮ই ,ঘোষণা নির্বাচন কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Oct 2017 07:23 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -