আমদাবাদ: ঘণ্টাআড়াই আগের ধড়ফড়ানি গায়েব। গুজরাত ভোটে বিজেপি ১০০ টপকাচ্ছে দেখেই তেড়েফুঁড়ে উঠেছে শেয়ার বাজার। এমনকী দিনের মাঝে সূচক সর্বোচ্চ ওঠার রেকর্ডও ছুঁতে পারে তারা।


ভোটের পুরো ফল এখনও বার হয়নি।। কিন্তু গণনার গতিপ্রকৃতিতে পরিষ্কার, বিজেপি গুজরাত তো দখলে রাখছেই, হিমাচল প্রদেশও ছিনিয়ে নিচ্ছে কংগ্রেসের কাছ থেকে। এই পরিস্থিতিতে বিএসই সূচক ২৬১.১১ পয়েন্ট উঠে ছুঁয়ে ফেলে ৩৩,৭২৪.০৮ অর্থাৎ বৃদ্ধি .০৭৮ শতাংশ। ৫০ শেয়ারের নিফটিরও ফল একই, ১০,৪০০-র বাধা কাটিয়ে তা ছোঁয় ১০,৪১৫.৫০, বৃদ্ধি .৮০ শতাংশ।

দিনের শুরুটা অবশ্য এত মসৃণ ছিল না। ভোট গণনার দ্বিতীয় রাউন্ডে বিজেপিকে পিছনে ফেলে কংগ্রেস এগিয়ে যেতেই মুখ থুবড়ে পড়ে শেয়ার বাজার। হুড়হুড়িয়ে হাতের শেয়ার বেচে দিতে থাকেন ব্যবসায়ীরা। এক লাফে ৮৬৭ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। ডলারের তুলনায় টাকার দাম পড়ে ৬৮ পয়সা।