সুরাত: গুজরাতের সুরাতের একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ফি না মেটানোয় সাত বছরের পড়ুয়াকে আটকে রাখার অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে শিশুটিকে ছাড়িয়ে আনল।
বেসরকারি স্কুলগুলির ফি-তে লাগাম টানার ব্যাপারে গুজরাত সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছে। বিধানসভায় একটি বিলও পাশ হয়েছে। কিন্তু এই ঘটনা গুজরাত সরকারের উদ্যোগ সম্পর্কেই প্রশ্ন তুলে দিল। সাত বছরের দিব্যেশ সুরাতের উমরা এলাকার পিআর খাটিওয়ালা স্কুলেও সিনিয়র কেজির পড়ুয়া। তার বাবা-মায়ের অভিযোগ, ফি বকেয়া থাকায় দিব্যেশকে স্কুল কর্তৃপক্ষ আটকে রাখে। তাঁদের আরও অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ জানায়, ফি না মেটানো পর্যন্ত ওই পড়ুয়াতে ছাড়া হবে না।
এরপরই তার বাবা-মা পুলিশের দ্বারস্থ হন। সঙ্গে সঙ্গে পুলিশ স্কুলে নিয়ে ওই পড়ুয়াকে ছাড়িয়ে আনে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য পড়ুয়াতে আটক রাখার কথা অস্বীকার করেছে।
ফি না মেটানোয় সাত বছরের পড়ুয়াকে আটকে রাখল স্কুল, ছাড়িয়ে আনল পুলিশ
ABP Ananda, web desk
Updated at:
12 Apr 2017 09:41 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -