আমদাবাদ: যে দল রাম মন্দিরের জন্য আন্দোলন করে ক্ষমতায় এসেছে, তাদের শাসিত রাজ্যের পড়ার বইতেই রামায়ণ নিয়ে ভয়ঙ্কর ভুল তথ্য। তাও আবার যে সে রাজ্য নয়, বিজেপি শাসনে সবথেকে বেশিদিন থাকা নরেন্দ্র মোদীর গুজরাত। এখানে স্কুল পড়ুয়াদের সংস্কৃত বইতে বলা হয়েছে, রাম অপহরণ করেছিলেন সীতাকে! বইটির নাম সংস্কৃত সাহিত্য এক পরিচয়। দ্বাদশ শ্রেণির এই বইয়ের ১০৬ নম্বর পাতায় লেখা রয়েছে, রামায়ণে কবি রামের ছবি অত্যন্ত মনোমুগ্ধকরভাবে তুলে ধরেছেন। হৃদয় ছুঁয়ে যায় সেই বর্ণনায়, যেখানে রামের হাতে সীতার অপহরণের কথা লক্ষণ এসে জানাচ্ছেন রামকে। শুধু এই একটাই যে ভুল আছে তা নয়, এই বইতে আরও বেশ কয়েকটি শব্দের ভুল ব্যবহার করা হয়েছে। গুজরাত স্টেট বোর্ড অফ টেক্সট বুকস-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট নীতিন পৈঠানি প্রথমে দাবি করেন, এ ব্যাপারে কিছু তাঁর জানা নেই। পরে অবশ্য স্বীকার করে নেন, ভুল হয়েছে। অনুবাদের সময় শব্দ এদিক ওদিক হয়ে যাওয়ার জেরে যাবতীয় গন্ডগোল বলে তিনি জানিয়েছেন, যার ফলে সীতা হরণ রাবণের বদলে রামের কাজ হয়ে গিয়েছে। তবে যাবতীয় ভুল ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের বইতে, গুজরাতি মাধ্যমের ছাত্রছাত্রীরা ঠিক লেখাই পড়ছে বলে তাঁর দাবি।