আমদাবাদ: যুব সমাজের জন্য রাজ্য সরকার কিছুই করছে না। এই অভিযোগে সড়ক পরিবহণ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর দিকে জুতো ছুঁড়ল এক যুবক। সে হার্দিক প্যাটেলের পাতিদার আনামত আন্দোলন সমিতির সঙ্গে যুক্ত।

তবে জুতো মন্ত্রীর গায়ে লাগেনি, তা বেশ খানিকটা দূরে গিয়ে পড়ে।

ভাবনগর জেলার বল্লভীপুরে ঘটেছে এই ঘটনা। মনসুখ মাণ্ডব্য এক সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন। তখন ভবেশ সোনানি নামে ২০ বছরের এক কলেজ পড়ুয়া তাঁর উদ্দেশ্যে জুতো ছুঁড়ে মারে। তখনই তাকে গ্রেফতার করা হয়।

সোনানির গ্রেফতারির পর স্থানীয় পাতিদার নেতারা পুলিশ স্টেশনে যান। দাবি করেন, রাজ্য বিজেপি সরকার গুজরাতে কোনওরকম উন্নয়ন করছে না, তাই ক্ষোভ সামলাতে না পেরে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।

পাতিদারদের এই সংগঠন বেশ কিছুদিন ধরে প্যাটেল সম্প্রদায়ের জন্য ওবিসি কোটায় সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ চেয়ে আসছে।