এবারের গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিজেপি ৯৯টি আসন পেয়ে সরকার গড়তে চলেছে। তবে কংগ্রেস ২০১২ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এবার আসন অনেক বাড়িয়ে নিয়েছে। যদিও শেষপর্যন্ত বিজেপি সরকার গড়ার জন্য প্রয়োজনীয় আসন পেয়ে গিয়েছে। বিজয় রূপানিই থাকছেন গুজরাতের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল
Web Desk, ABP Ananda | 22 Dec 2017 05:37 PM (IST)
গাঁধীনগর: প্রত্যাশামতোই গুজরাতের মুখ্যমন্ত্রী পদে থাকছেন বিজয় রূপানি। আজ তিনি গুজরাতে বিজেপি-র পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই খবর জানিয়েছেন। উপমুখ্যমন্ত্রী নিতিন পটেলও নিজের পদেই থাকছেন। রূপানি ও নিতিন দ্বিতীয়বার যথাক্রমে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। টানা ষষ্ঠবার গুজরাতে সরকার গড়তে চলেছে বিজেপি। সোমবার সবরমতী রিভারফ্রন্টে নতুন সরকারের মন্ত্রীরা শপথগ্রহণ করতে পারেন বলে বিজেপি সূত্রে খবর।