আমদাবাদ: সৌদি আরবের রিয়াধে নিপীড়নের শিকার হওয়া এক ভারতীয় মহিলাকে দেশে ফিরিয়ে আনা হল।
অভিযোগ, আমদাবাদের ঢোকলার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের ওই মহিলার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত এক সৌদি পরিবার। কোনওমতে, পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ওই মহিলা।
এরপর, রাজ্যের শিক্ষামন্ত্রী তথা ঢোকলার বিধায়ক ভূপেন্দ্রসিংহ চুডাসামা রাজ্যের স্বরাষ্ট্র দফতরে বিষয়টি জানান। পর্যায়ক্রমে, খবর পৌঁছয় দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকে। তারপর মহিলাকে ফেরত আনার ব্যবস্থা করা হয়।
জানা গিয়েছে, এদিন সকালে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন ওই মহিলা। তাঁকে জিজ্ঞাসাবাদ করেন মহিলা ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। প্রাথমিকভাবে, ওই মহিলার এজেন্টের বিরুদ্ধে পুলিশ মানবপাচারের অভিযোগ দায়ের করেছে।